Thursday, February 7, 2019

প্রশ্ন


আবেগ দিয়ে ভালোবাসা যায়, বিয়ে করা যায়, সংসার চালান যায় না। আবেগ দিয়ে দেশ স্বাধীন করা যায়, দেশ চালানো যায় না। অনেক মন্ত্রীই আজ আবেগের বশে বিভিন্ন ফতোয়া জারি করছেন। সেসব ফতোয়ার অনেকগুলোই অক্ষরে অক্ষরে পালন করলে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হবে, অনেকের সাংবিধানিক অধিকার খর্ব হবে। ফ্লেক্সিবিলিটি না থাকলে অনেক শুভ উদ্যোগও অনেকের জন্য অশুভ ফল বয়ে আনে। ডগমা, তা সে যে আদর্শের জন্যই হোক না কেন, উগ্রবাদ বই কিছু নয়। আমরা কি শেষ পর্যন্ত উগ্রবাদী জাতিতে পরিণত হব?
দুবনা, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

No comments:

Post a Comment