Monday, February 11, 2019

স্রষ্টা ও সৃষ্টি

তোমার কি মনে হয়, ঈশ্বর আছেন?
কেউ ভাবে আছেন, কেউ ভাবে নেই। দুটোই বিশ্বাস যার কোনটারই পরীক্ষামূলক প্রমাণ নেই।
তোমার বিশ্বাস কোনটা?
দেখ, ঈশ্বর যদি থাকেন, তাহলে তিনি শুধু তো মানুষ নয়, মহাবিশ্বের সব কিছুই সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ ছাড়া কেউ কি তার প্রার্থনা করে? কখনও দেখেছ কোন গরু বা ঘোড়াকে পূজা করতে? দেখনি। তার মানে অন্য কোন প্রানী নিজেদের জন্য ঈশ্বর বা ঈশ্বরের ধারণা সৃষ্টি করেনি বা করতে পারেনি।
তার অর্থ দাঁড়াচ্ছে ঈশ্বর মানুষ সৃষ্টি করেননি, মানুষই ঈশ্বর সৃষ্টি করেছে।
বলতে পার। তবে আসল কথা হল স্রষ্টা যেই হোক, সৃষ্টি তার স্রষ্টার জন্য ফ্রাঙ্কেস্টাইনে পরিণত হয়েছে।
মানে?
মানে যদি ঈশ্বর মানুষকে সৃষ্টি করেন থাকেন তাহলে আজ সেই মানুষ তাঁকে চ্যালেঞ্জ করছে, তাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। আর যদি মানুষ ঈশ্বরের স্রষ্টা হয়, তবে ঈশ্বরের ধারণাকে ঘিরে আজ মারমারির যে মহামারী শুরু হয়েছে তা মানব সভ্যতার অস্তিত্বকে প্রশ্নের সম্মুখীন করেছে।   
দুবনা, ১২ ফেব্রুয়ারি ২০১৯ 




No comments:

Post a Comment