আমি তো ন্যায়ের পক্ষে ওপারে শুধুই অন্যায়
ওপারে কিছু হলে আমার কী বা এসেযায়
এপারে মৃত্যু এলে বাতাসে শুনি কান্নার রোল
ওপারে মৃত্যুর তাণ্ডব এপারে বাজাই ঢাক ঢোল
এপারে দেবতা মোরা ন্যায় আর সত্যের প্রতীক
ওপারে দানব রাজ্য মিথ্যা সব ওখানে অলীক
রাজনীতির যোগ বিয়োগ এপারে ওপারে ঝরে প্রাণ
মৃত্যুর দাঁড়িপাল্লায় ভালোমন্দ সবাই তো সমান
এপারে আমরা থাকি ওরা – ওপারে
ওরা কিন্তু এপার ওপার উল্টো করে গড়ে
আসলে এপার ওপার সব একাকার
পাঁচিল তখনই ওঠে সব ভালো যখন আমার
জীবন এপার মৃত্যু ওপার যদি কোন দিন হয়
শান্তি আসবে ফিরে সেদিন হবে জীবনের জয়
দুবনা, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
No comments:
Post a Comment