"আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন,
পরম স্বস্তির মন্ত্রে গেয়ে ওঠো শ্রেণীর উচ্ছেদ,
এমন প্রেমের বাক্য সাহসিনী করো উচ্চারণ
যেন না ঢুকতে পারে লোকধর্মে আর ভেদাভেদ"
এ কবিতা মানুষের সৃষ্টি, আর কবি?
সৃষ্টিতেই মানুষ সব কিছুকে ছাড়িয়ে যায়
শুভ প্রয়াণ কবি!
No comments:
Post a Comment