আমি সেই সময়ের কথা বলছি
যখন ফেব্রুয়ারিতে ভাষাকে ভালবেসে
তরুণ তরুণীরা আত্মবিসর্জন দিত।
আমি সেই সময়ের কথা বলছি
যখন ফেব্রুয়ারিতে নুর হোসেনরা
“স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক”
শ্লোগান বুকে পিঠে ধারণ করে
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করত।
আমি সেই সময়ের কথা বলছি
যখন মানুষ মানুষকে ভালবাসত
ভালবাসার জন্য হাতে হাত ধরে রাজপথে নামত
ভালবাসার জন্য রাত জেগে স্বপ্ন দেখত।
নুর হোসেনদের যুগ অনেক আগেই চলে গেছে
এখন মানুষ সুপার মার্কেটে ভালোবাসা খুঁজে বেড়ায়
আর সব জিনিসের মত ভালোবাসা এখন শুধুই পণ্য।
আমি সেই সময়ের কথা বলছি যখন ..................
দুবনা, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
যখন ফেব্রুয়ারিতে ভাষাকে ভালবেসে
তরুণ তরুণীরা আত্মবিসর্জন দিত।
আমি সেই সময়ের কথা বলছি
যখন ফেব্রুয়ারিতে নুর হোসেনরা
“স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক”
শ্লোগান বুকে পিঠে ধারণ করে
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করত।
আমি সেই সময়ের কথা বলছি
যখন মানুষ মানুষকে ভালবাসত
ভালবাসার জন্য হাতে হাত ধরে রাজপথে নামত
ভালবাসার জন্য রাত জেগে স্বপ্ন দেখত।
নুর হোসেনদের যুগ অনেক আগেই চলে গেছে
এখন মানুষ সুপার মার্কেটে ভালোবাসা খুঁজে বেড়ায়
আর সব জিনিসের মত ভালোবাসা এখন শুধুই পণ্য।
আমি সেই সময়ের কথা বলছি যখন ..................
দুবনা, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
No comments:
Post a Comment