বইটি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন, বলেছিলেন সুচীপত্র দিতে আর সারসংক্ষেপ দু’
কলম লিখতে। এখানে আগ্রহী পাঠকদের জন্য তার এক ক্ষুদ্র প্রচেষ্টা। বইটিতে একদিকে
আছে প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত কসমোলজির ইতিহাস হোক সেটা ব্যবিলন বা
প্রাচীন মিশর, ধর্মীয় মাইথোলজি বা আমরা যাকে বলি ফিজিক্যাল কসমোলজি। সেই সাথে আছে
সৌরজগতের বাসিন্দাদের সংক্ষিপ্ত পরিচয়, আছে তারাদের কথা, গ্যালাক্সি, নীহারিকা আর
ব্ল্যাক হোলের বর্ণনা। সেই সাথে ছোট্ট পরিসরে আছে বিজ্ঞানের আর বিজ্ঞানীদের গল্প।
আছে কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীকে বিভিন্ন রকমের বাধা পেরিয়ে নিজের
জায়গা করে নিতে হয়েছে নক্ষত্রমণ্ডলে। আছে তেলিস্কপের কথা। আর আছে আমার নিজের
কসমোলজিতে আসার কথা। অর্থাৎ বিজ্ঞানের গল্প। উদ্দেশ্য একটাই – বিজ্ঞানের পথে চলতে
মানুষকে অনুপ্রাণিত করা। সেটা করতে পারলেই কাজটা সার্থক বলে মনে হবে।
দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
No comments:
Post a Comment