বল তো প্রকৃতি আর মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা কোথায়?
কোথায়?
প্রকৃতি হল ফিজিক্যাল বা অবজেক্টিভ রিয়ালিটি যার অস্তিত্ব আমাদের স্বীকার করা বা না করার উপর নির্ভর করে না। প্রকৃতির অংশ হিসেবে মানুষও অবজেক্টিভ রিয়ালিটি। কিন্তু এর বাইরেও মানুষ নিজের মেধা দিয়ে বিশেষ করে কম্যুনিকেট করার ক্ষমতা দিয়ে আরো একটি রিয়ালিটি গড়ে তুলেছে নিজের চারপাশে। এটা কাল্পনিক। কাল্পনিক এই অর্থে যে এটা শুধু আমাদের মনোজগতে উপস্থিত। এ ভাবেই আমরা কাউকে বড় বানাই, কাউকে করি ছোট। কেউ নেতা হয় , কেউ বা আবার কর্মী। এসব নির্ভর করে সমাজে গৃহীত বা প্রচলিত রীতিনীতির উপর। আর আমাদের এই উপলব্ধি বর্তমানে সত্যের চেয়ে মিথ্যা দ্বারা বেশি নিয়ন্ত্রিত। অবজেক্টিভ আর সাবজেক্টিভ রিয়ালিটির এই সত্য মিথ্যার দ্বন্দ্বই প্রকৃতি আর মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা বলে আমার মনে হয়।
মস্কো, ১৮ জানুয়ারি ২০১৯
No comments:
Post a Comment