হগস্ফহবশফচক্সকজফকশফাফক্লক্বদফক। ভয় নেই। ওটা আমার রিং টোন। আসলে ফোন এলেই আমার
মনে হয় এই শুরু হবে প্যাচাল। আর অর্থহীন এই প্যাচালের শুরুটা আমার এমনই মনে হয়।
-
বল।
-
কি খবর? খুব
ব্যস্ত নাকি?
-
দু’ চার মিনিট
কথা বলা যাবে।
-
হ্যাঁ, আজকে ওর
সাথে কথা হল। আর বলবেন না, ও একটা গবেট।
ব্লা ব্লা ব্লা ............। আপনি জানেন ট্রাম্প কি বলল আজ? (ভাবি ট্রাম্পের কথা
জেনে আমার কি হবে?) পাগল নাকি? ব্লা ব্লা
ব্লা ..................। কামাল হসেনের
কথা আর বলবেন না? সেলিম ভাই এটা কি বলল? নেত্রী তো বলেই দিয়েছে ব্লা ব্লা ব্লা
...........................। পুতিন সাবাস ব্লা ব্লা ব্লা .....................। (এদের খবর আমার জানা কি এতই জরুরী?) আপনি শুনছেন তো?
-
হুম! শেষ?
-
আমি ভাবলাম
ফোনটা ছেড়ে দিলেন কিনা। আর আসল কথা তো বলাই হল না। ওই যে ওই ব্যাপারটা। পোলাপান
বোঝে না কিছু। কি সব উলটাপালটা লেখে। ব্লা ব্লা ব্লা...। যদি সম্ভব হয় এই কাজটা একটু করে দেবেন।
-
ঠিক আছে। আমি
একটু ব্যস্ত। রাতে করে পাঠাবো।
-
আমি আপনাকে ফোন
করব তাহলে।
-
না, সেটার দরকার
হবে না। যদি কিছু বদলানর দরকার থাকে মেইল করো। ফোন করার দরকার নেই।
বাঁচা গেল। অবশ্য বাঁচা আর গেল কোথায়?
এই যে কথার জঙ্গল ও আমার চারপাশে ছড়িয়ে দিয়ে গেল এর ভেতর থেকে আসল কথা খুঁজে
পাওয়াই তো অসম্ভব ব্যাপার। জানি না আপনাদের এরকম হয় কি না, কিন্তু আমি প্রায়ই এ
রকম কথার জঙ্গল খুঁজে পাই ফোনের ওদিকে, সামাজিক মাধ্যমে। লোকজন ঘণ্টার পর ঘণ্টা অসীম
তৃপ্তির সাথেই বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে ...। কথা
আছে, বাক্যও আছে কিন্তু ইনফরমেশন নেই। সমস্যা!
দুবনা, ১১ জানুয়ারি ২০১৯
No comments:
Post a Comment