বাম দল, বিশেষ করে সিপিবি আর আওয়ামী লীগের মধ্য এক অদ্ভুত মনস্তাত্বিক
সম্পর্ক বিদ্যমান বলে মনে হয়। আওয়ামী লীগ মনে করে সিপিবি তার প্রাক্তন প্রেমিকা যার
উপর এখনও তার সম্পূর্ণ অধিকার আছে। সিপিবি মনে করে তাদের মধ্যে পুরনো প্রেমের ছিটেফোঁটা
অবশিষ্ট নেই, আওয়ামী লীগের তার উপর কোনই অধিকার নেই, যদিও পুরনো সম্পর্কের কারণে
তার প্রতি আওয়ামী লীগের কিছু দায়িত্ব রয়ে গেছে। কেউই বুঝতে চাইছে না যে তারা
পরস্পর বিরোধী দুটো দল যাদের মধ্যে আদর্শগত দ্বন্দ্ব আছে, যাদের পরস্পর বিরোধী
স্বার্থ আছে, যাদের নিজেদের স্বার্থকে রক্ষা করার সমস্ত নৈতিক এবং আইনগত অধিকার
আছে। আর এই বন্ধুত্ব বা বিরোধিতার মাঝে তৃতীয় পক্ষের কোন ভূমিকা বা স্থান নেই। যত
তাড়াতাড়ি সবাই এটা বোঝে দেশের রাজনীতির জন্য ততই মঙ্গল। তবে সমস্যা হল শুধু নেতারা বসে ব্যাপারটা সমাধান করতে পারবেন না। কেননা সমস্যা শুধু নেতাদের নয়
কর্মীদেরও। গ্রামে গঞ্জে এরা অনেকেই একই সাথে বিভিন্ন প্রশ্নে আন্দোলন করে,
গনসংগঠন করে। তাই বন্ধুত্ব, শত্রুতা, প্রতিযোগিতা ইত্যাদি বিভিন্ন পরস্পর
বিরোধী বন্ধনে আবদ্ধ এরা। এগুলো আলোচনা করে মেটানোর নয়। জীবনের অভিজ্ঞতা ও
পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এর সুরাহা করতে পারে। তবে আমাদের রাজনীতি ও
সমাজে এই জিনিসটা বলতে গেলে দুর্লভ।
দুবনা, ০১ জানুয়ারি ২০১৯
দুবনা, ০১ জানুয়ারি ২০১৯
No comments:
Post a Comment