Sunday, January 27, 2019

দল ও রাজনীতি



আপনি রাজনীতি করেন না কেন?
কে বলল করি না। করি তো।
তাই? জানতাম না। কোন দল করেন?
কোন দল করি না। রাজনীতি করার জন্য দলের দরকার নেই। দরকার দলের প্রতি নয়, দেশের প্রতি আনুগত্য, দলকে নয়, দেশকে ভালোবাসা।
তারপরেও। কোন দলকে সমর্থন নিশ্চয়ই করেন।
হ্যাঁ, সেটা ঠিক। তবে সেটা নিঃশর্ত সমর্থন নয়। নিজের বিবেচনায় দলের যেসব কাজগুলো সঠিক বলে মনে করি সেটা সমর্থন করি আর  যেটা ভুল মনে করি সেটার সমালোচনা করি।
এটা তো দলে থেকেই করা যায়।
অভিজ্ঞতা বলে করা যায় না। দল কি? এটা একদল মানুষের সমাবেশ। একা একা দলের সাইনবোর্ড লাগানো যায়, দল হয় না। আর যখনই অনেক মানুষ, তখন অনেক মত, অনেক পথ। অংকে ইউনিয়ন বা সংঘ আর ইন্টারসেকশন বা ছেদ নামে দুটো ব্যাপার আছে। সংঘে মিল আর অমিল দুটোই থাকে, ছেদে থাকে শুধুই মিলটা। যেখানে অনেক মানুষের ভিড় সেখানে সংঘের তুলনায় ছেদের আকার নগণ্য। দলে যদি গান্ধী বা শেখ মুজিবের মত খুব শক্তিশালী ব্যক্তিত্ব থাকেন তাঁরা তাঁদের ক্যারিস্মা দিয়ে একেবারে বিপরীত চিন্তার মানুষকেও এক পতাকার নীচে নিয়ে আসতে পারেন, সেটা না থাকলে শুরু হয় কেন্দ্রবিমুখী মুভমেন্ট। দল ভেঙ্গে যায়। যাকগে, ফিরে আসি দল না করার কথায়। আসলে দল মানেই কিছু নিয়ম কানুন, বাধ্যবাধকতা। শক্তিশালী দল মানে তার সিদ্ধান্তের প্রতি নিঃশর্ত সমর্থন। যেকোনো চিন্তাশীল মানুষের পক্ষে সেটা অসম্ভব না হলেও সহজ নয়। সেটা করা মানে অনবরত নিজের সাথে সংগ্রাম করা, নিজের চিন্তা চেতনা, নিজের বিবেকের সাথে লড়াই করা। তাই আমি রাজনীতি করলেও দল করি না। যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শের পক্ষে কথা বলি, সেই আদর্শ প্রচার করি। আর দল নির্বিশেষে যারা গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশে বিশ্বাস করে, সেই বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে তাদের সমর্থন করি।
দুবনা, ২৭ জানুয়ারি ২০১৯ 



No comments:

Post a Comment