Tuesday, January 29, 2019

গাধা কাহিনী

এক ছিল গাধা, গাধা বেজায় তরতাজা
ছিল তার এক রাজপ্রাসাদ আর ছিল এক রাজা
রাজা তাকে বাসত ভীষণ ভালো
ঘুম থেকে তুলত ডেকে ফুটলে দিনের আলো
ভোরের খাবার শেষে শুরু হত নগর ভ্রমণ
গাধায় চড়ে করত রাজা তার পিঠ মর্দন
কখনও বা আদর করে চুলকে দিত পেট
লজ্জায় হাঁদা গাধার মাথা হত হেঁট
প্রজারা সব দাঁড়িয়ে যেত রাস্তার দুই ধারে
জয় গাধা জয়ধ্বনি তারা দিত বারে বারে
সকালের ভ্রমণ শেষ দুপুরে লাঞ্চ ব্রেক
গাধা খেত সবুজ ঘাস আর রাজা খেত কেক
বিকেল বেলায় আবার ভ্রমণ গাধার পিঠে রাজা
পা থাকতেও খোঁড়া রাজা এটাই তার সাজা
গাধা খুশি রাজা খুশি আর খুশি জনগণ
কে গাধা আর কে রাজা পায়না ভেবে মন

দুবনা, ৩০ জানুয়ারি ২০১৯    




No comments:

Post a Comment