স্বর্গ হয় ভালো ভালো খাবারে ভরা নয়তো সুন্দরী হুরপরী বা অপ্সরায়। যেন খাদ্য আর প্রেমই সুখের শেষ কথা। নরকে দেখি বিশাল চুল্লীতে ফুটন্ত তেলের কড়াই। কনসেন্ট্রেশন ক্যাম্প মনে হয় পরের আবিষ্কার। মজার ব্যাপার হল না স্বর্গ না নরক - কোথাও কোন লাইব্রেরি নেই, বই নেই। শিক্ষিত মানুষেরা কি ওখানে যায় না, না কি ওখানে যেতে লেখাপড়া জানাটা আবশ্যক নয়?
No comments:
Post a Comment