দাদা, এতো লেখার সময় পান কোথায়?
কই, লিখি না তো।
কি যে বলেন? ফেসবুকে ঢুকলেই আপনার লেখা দেখি।
ও তাই! ওটা কম্পিউটার লেখে। এখন তো শব্দের কোনো শেষ নেই, শব্দ লেখারও কোনো বালাই নেই। একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর জুড়ে দিলেই হলো। কয়েকটা অক্ষর যেকোনো পারমুটেশন কম্বিনেশনে শব্দ বনে যায়। আর যদি কোনোরকমে দুটো লাইনের শেষে মিল (গোঁজামিল হলেও চলবে, যেমন বকের সাথে কক বা বিড়ালের সাথে শেয়াল ) দেখাতে পার তাহলে তো সোনায় সোহাগা। ডিজিটাল যুগ বলে কথা। ভাগ্যিস ছোটবেলায় অক্ষরগুলো লিখতে আর পড়তে শিখেছিলাম! আগে যদি জানতাম লেখা এত সহজ হয়ে যাবে, তাহলে আর ব্যাকরণ ফ্যাকরণ শিখে অযথা সময় নষ্ট করতাম না।
মস্কো, ১৯ জানুয়ারি ২০১৯
No comments:
Post a Comment