Friday, January 4, 2019

প্রশ্ন


সৈয়দ আশরাফ মারা গেলেন। তিনি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিশেষ করে আওয়ামী রাজনীতিতে এক বিরল ব্যক্তিত্ব তাঁর সততার জন্য, তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, তাঁর সারল্য, তাঁর ভদ্রতার জন্য। বর্তমান রাজনীতিতে এমন লোক খুব একটা দেখা যায় না। তিনি সেই লোক যিনি আদর্শের প্রশ্নে অনমনীয় থেকেও প্রতিপক্ষকে সম্মান করে কথা বলতে জানেন। আমরা সবাই মনে মনে এরকম নেতাই প্রত্যাশা করি, দেশ ও জাতিও তাই করে। ফেসবুকে পোস্ট দেখে বুঝেছি রাজনৈতিক ভাবে একমত হোক বা নাই হোক অধিকাংশ মানুষই তাঁকে আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। এই যে আমরা আজ সবাই তাঁর কথা বলছি, তাঁর চলে যাওয়ায় বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হল সে কথা বলছি, আমরা কি কেউ তাঁকে কখনও দেশের প্রধানমন্ত্রীর পদে কল্পনা করেছি? করিনি। কেন? শুধু কি তিনি বঙ্গবন্ধুর পরিবারের কেউ নন বলে? শুধু কি শেখ হাসিনার মত একজন নেত্রী এখনও আওয়ামী লীগ তথা দেশকে আরও অনেকদিন পথ দেখাতে পারবেন বলে? এটা একটা কারণ, তবে একমাত্র নয়। আমরা মনে মনে এরকম সৎ নেতৃত্ব চাইলেও ধরেই নেই এ রকম লোক দেশ চালানোর জন্য খুব নরম। রাজনীতির সব করিডোর যখন এমন হিংস্রতায় ভরা, এমন বিপদ সংকুল তখন তাঁর মত লোকেরা সেখানে সফল হতে পারবেন না, আদর্শহীন ও ক্ষমতালিপ্সু রাজনীতিবিদদের হাতে পড়ে বরং বেঘোরে প্রাণ না হারান মান সম্মান সব হারাবেন। এটাই আমাদের বড় দুর্ভাগ্য। আমরা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নকে সফল করার জন্য লড়াই করি না। আমরা বর্তমানের রাজনীতিকে ঘৃণা করি কিন্তু সেই রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য কিছুই করি না। বার বার নিজেদের স্বপ্নকে মরে যেতে দিই, মরে যেতে দিই.........
দুবনা, ০৪ জানুয়ারি ২০১৯     

No comments:

Post a Comment