অতি উজ্বল জ্যোতিষ্কের পাশে অনেক
তারাই ম্লান হয়ে যায়, যেমন হয়েছিলেন আমাদের চার জাতীয় নেতা। জীবদ্দশায় তো বটেই,
মৃত্যুর পরেও সে অবস্থার তেমন কোন হেরফের ঘটেনি। হেরফের ঘটেনি তাদের পরিবারের ক্ষেত্রেও। অপরাজনীতির
এই যুগে যারা সুস্থ রাজনীতির স্বপ্ন দেখেন, সুস্থ রাজনীতি করতে চান তারা বড়ই
অনাদৃত, অবহেলিত এই মাটিতে। মুখে যাই বলুক রাজনীতির কলকাঠি ঘোরান এমন খুব কম লোকই মন
থেকে চান এই অবস্থার পরিবর্তন। নিজেদের অসহায়ত্ব বুঝতে পেরে এদের কেউ রাজনীতি থেকে
অবসর নেন, কেউ বা চলে যান না ফেরার দেশে। সৈয়দ আশরাফ আধুনিক বাংলাদেশের রাজনীতির
সেই বিরল প্রজাতির প্রতিনিধি জীবদ্দশায় আমরা যার মূল্যায়ন করলেও মূল্য দেইনি,
মৃত্যুর পর দেব কি? ঐ যে গানে আছে – জীবনে যারে তুমি দাওনি মালা মরণে কেন তারে দিতে এলে ফুল! তবে আমার বিশ্বাস
ক্ষমতাধররা না দিলেও বাংলার মানুষ ভালবেসে তাকে ঠিকই স্মরণ করবে, তার অভাব বোধ
করবে। কারণ তারা তো জানে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার জন্য ক্ষমতাই রাজনীতির
শেষ কথা নয়।
দুবনা, ০৪ জানুয়ারি ২০১৯
No comments:
Post a Comment