Wednesday, January 9, 2019

প্রতিবাদ

ঐ যে মানুষটা না খেয়ে মরে গেল
আমি তার প্রতিবাদ করছি
ঐ যে কৃষক ফসলের ন্যায্য মুল্য না পেয়ে গলায় দড়ি দিল
আমি তার প্রতিবাদ করছি
ঐ যে পথচারী বেপারোয়া চালকের বাসের চাকার নীচে পিষ্ট হল
আমি তার প্রতিবাদ করছি
ঐ যে শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে মিছিলে গিয়ে পুলিশের গুলি খেয়ে মরল  
আমি তার প্রতিবাদ করছি
ঐ যে কিশোরী নিজের বাবা মার সামনে দুর্বৃত্তদের দ্বারা ধর্ষিত হল
আমি তার প্রতিবাদ করছি
ঐ যে কিশোর জিপি ৫ না পেয়ে বাবা মার গঞ্জনায় বিষ খেয়ে মারা গেল
আমি তার প্রতিবাদ করছি
ঐ যে মানুষগুলো ভোট কেন্দ্রে এসে ভোট দিতে না পেরে ফিরে গেল
আমি তার প্রতিবাদ করছি
হ্যাঁ হ্যাঁ, শুনুন আমি সব কিছুর প্রতিবাদ করছি
সব ভালোর, সব মন্দের – সব কিছুর
কেন?
কেন না আমি আজন্ম প্রতিবাদী
প্রতিবাদই আমার ভাষা, প্রতিবাদই আমার অস্তিত্বের একমাত্র হাতিয়ার
আপনারা হাসছেন? কিন্তু আমি আমার প্রতিবাদেরও প্রতিবাদ করছি
প্রতিরোধের ক্ষমতা আমার নেই
আমি আমার অক্ষমতার প্রতিবাদ করছি।

দুবনা, ০৯ জানুয়ারি ২০১৯   
 
   

No comments:

Post a Comment