আজ ১০ জানুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন
দিবস। একটি ফুলকে বাঁচানোর জন্য এ যুদ্ধে জয়ী বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল
এ দিনটির জন্য। আজ আমরা প্রতিনিয়ত সেই দিন, সেই আদর্শ, সেই চেতনা থেকে দূরে সরে
গেছি, দূরে সরে যাচ্ছি। সময় সুযোগে আমরা সবাই, বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনায়
বিশ্বাসী, স্বাধীন, সর্বভৌম, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশে
বিশ্বাসী, বার বার ফিরে যাই উনসত্তর, একাত্তর ও একাত্তর পরবর্তী দিনগুলোতে। ১০
জানুয়ারি এটা সবার দিন। আচ্ছা, সিপিবিসহ যে দলগুলো সেদিন স্বাধীন বাংলাদেশের জন্য
লড়েছে, বিজয়ের জন্য লড়েছে, বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করার জন্যে
লড়েছে তাঁরা সবাই কি আজ এই মহান নেতাকে স্মরণ করছে?
দুবনা, ১০ জানুয়ারি ২০১৯
No comments:
Post a Comment