নারী স্বাধীনতা, নারী অধিকার এসব নিয়ে সুন্দর সুন্দর গল্প শুনে স্বপ্ন দেখা অনেকের জন্য প্রেম পর্বেই শেষ হয়ে যায়। বিবাহ পর্বে নেমে আসে কঠিন বাস্তবতা। পর্দা, স্বামী সেবা এসব হয় বিবাহিত জীবনের একমাত্র বিনোদন, সবে ধন নীলমণি অধিকার। মৌলবাদের জমানায় পুরুষতন্ত্র শুধু ভয়ঙ্কর নয় মারাত্মক বিপদজনক।
জামায়াত শিবিরের প্রেম পর্বের মিষ্টি কথা বিশ্বাস করিয়া তুমি ভুল করিয়াছ সিপিবি, উদীচী। শরৎ উৎসব এখন শুধুই অতীত স্মৃতি।
বোকাদের জন্য করুণা করাও বোকামি।
দুবনা, ১১ অক্টোবর ২০২৫
No comments:
Post a Comment