রাশিয়ায় অনেক কিছুই আমাকে সোভিয়েত ইউনিয়নের কথা মনে করিয়ে দেয়। বিশেষ করে এদের বোকামি। গত কয়েকদিন বেশ বৃষ্টি। রাস্তাঘাট ভেজা। অথচ এর মধ্যেও গাড়ি করে জল ছিটিয়ে রাস্তা পরিষ্কার করছে। সোভিয়েত আমলে এক চুটকি ছিল। এক লোক গর্ত খুঁড়ছে আরেক জন কিছুক্ষণ পরে সেই গর্ত মাটি দিয়ে ভরে দিচ্ছে। কেন তারা এটা করছে জানতে চাইলে একজন জানাল যার গাছ লাগানোর কথা ছিল সে অসুস্থ। তাই বলে তারা তো কাজ বাদ দিয়ে বসে থাকতে পারে না। যারা বৃষ্টির পরে গাড়িতে করে রাস্তায় জল দিচ্ছিল ওদের দেখে একথাই মনে হল।
দুবনা, ১৫ অক্টোবর ২০২৫
No comments:
Post a Comment