Friday, October 3, 2025

ডান বাম

দুই বন্ধু হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে এসে উপস্থিত হয়েছে। এখানে দুই জনকে দুই পথে যেতে হবে।
- তুমি কোন দিকে যাবে?
- জানই তো আমি বামপন্থী। আমি বাঁ দিকে যাবো।
- ঠিক আছে। তবে মনে রেখো ফেরার পথে আমি আসব বাঁ দিক দিয়ে আর তুমি ডান দিক দিয়ে।

দুবনা, ০৩ অক্টোবর ২০২৫

No comments:

Post a Comment