Sunday, October 5, 2025

ইমিউন

আজকাল বিভিন্ন দেশের রাজনীতিবিদরা নিজেদের ব্যর্থতার জন্য অজুহাত খুঁজে বেরায়। ইউরোপ আমেরিকায় এই নন্দ ঘোষের ভূমিকায় অভিনয় করে রাশিয়া। এই তো শত কারচুপি করেও মালদোভায় ক্ষমতাসীন সান্দোর দল দেশের ভেতরে জিততে পারে না, ইউরোপে ভোট চুরি করে সেই ঘাটতি পূরণ করতে হয়। চেখ রিপাবলিকে ব্রাসেলসের বিরোধী দল ক্ষমতায় আসে। কে দায়ী? রাশিয়া। রাশিয়া এসব দেশে কতটুকু প্রোপাগান্ডা চালাতে পারে সেটা জানা নেই তবে একথা জানি যদি নিজের ইমিউন সিস্টেম ঠিক থাকে তাহলে ভাইরাস সহজে কাবু করতে পারে না। তাই পশ্চিমা বিশ্বের ব্যর্থতার জন্য রাশিয়ার দিকে আঙুল না তুলে নিজেদের পলিসির দুর্বলতা খোঁজা বুদ্ধিমানের কাজ। কিন্তু সেটা করে মুক্তমনের বুদ্ধিমান মানুষ, কোন কিছুতে অন্ধবিশ্বাসী কেউ সেটা পারে না।

মস্কোর পথে, ০৫ অক্টোবর ২০২৫

No comments:

Post a Comment