অসুরের দাড়ি নিয়ে বিপত্তি। অনেক চেষ্টা করেও কেউ এই বিতর্কে দাঁড়ি টানতে পারছে না। তাই আগামী বছর থেকে অসুরের জন্য ড্রেসকোড তৈরি করা আবশ্যক। ক্লিন শেভ না করা কোন অসুরকে যেন বাংলাদেশের ভিসা দেয়া না হয় এ ব্যাপারে সমস্ত দূতাবাসকে সতর্ক করে দিতে হবে আর কাস্টমসে নির্দেশ দিতে হবে কোন দাড়িওয়ালা অসুর যেন সীমান্ত অতিক্রম করতে না পারে।
দুবনার পথে, ০৭ অক্টোবর ২০২৫
No comments:
Post a Comment