Sunday, October 19, 2025

প্রস্তাব

আজ সমুদ্র বন্দর, কাল বিমান বন্দর - তা এভাবে খুচরো ইজারা দেবার কি দরকার? আমাদের দেশের হর্তাকর্তাদের সবারই তো দ্বৈত নাগরিকত্ব আছে। তাই বলছি ভালো একটা পার্টি দেখে গোটা দেশটাই কারোও কাছে ইজারা দেয়া যায় না? তাতে অন্তত জাতি এসব ছ্যাঁচড়া কেয়ার টেকারের অতি নিম্নমানের স্বৈরাচারী বন্দোবস্ত থেকে রেহাই পাবে।

মস্কো, ২০ অক্টোবর ২০২৫

No comments:

Post a Comment