Thursday, October 16, 2025

বর্গি

রুশে একটি চুটকি আছে - অনাহুত আগন্তুক বর্গিদের চেয়েও খারাপ। বিনা আমন্ত্রণে এদেশ সেদেশ যাওয়ায় সেসব দেশের শাসকেরা বাংলাদেশীদের অনুপ্রবেশের ভয়ে ভিসা দেয়াই বন্ধ করে দিচ্ছে। আগে গ্রাম এলাকায় অনেক সন্তানের গরীব বাবাদের নেমন্তন্ন করত না খাবার কম পড়বে ভয়ে। ডঃ ইউনুসকে নিয়ে একই ভয় কাজ করছে কিনা দেশে দেশে কে জানে! ভিসা দেওয়া তো এমনি এমনি বন্ধ হয় না!

দুবনা, ১৬ অক্টোবর ২০২৫

No comments:

Post a Comment