ছোটবেলায় পড়েছি অনেক দিন আগের কথা। তখন আরবের লোকেরা বর্বর ছিল। ইউনুস উত্তর (কে জানে উনি অমর কি না, তাহলে ইউনুস পরবর্তী যুগ বলে কিছু থাকবে না - সবটাই হবে ইউনুস শাহী) যুগে আমাদের উত্তরসূরীরা পড়বে - অনেক দিন আগের কথা। তখন বাংলাদেশের লোকেরা বর্বর ছিল। এরপর ইউনুস বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং জুলাই সনদ স্বাক্ষর করেন যাকে আধুনিক কালের মদিনা সনদ নামে অভিহিত করা যায়। এরপর থেকেই বাংলাদেশের মানুষ বর্বরতার যুগ থেকে ভদ্র যুগে, অন্ধকার থেকে আলোতে প্রবেশ করল। ইউনুসের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হল।
মস্কো, ১৯ অক্টোবর ২০২৫
No comments:
Post a Comment