গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পরে জুলাই সনদের ধারণা সামনে চলে আসে। নতুন বন্দোবস্তের মূল স্টেকহোল্ডারদের মতে চব্বিশ একাত্তরকে ছাড়িয়ে গেছে। এ নিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবিদার কোন কোন দল প্রতিবাদ করলেও সেটা কতটুকু গুরুত্ব পেয়েছে তা নির্ভর করবে ঐকমত্য কমিশন এই সনদের ফাইনাল ভার্সন কিভাবে লিপিবদ্ধ করেছে সেটার উপর। সেখানে যদি চব্বিশকে কে একাত্তরের উপরে স্থান দেয়া হয় আর নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে দাবি করা দলগুলো যদি এর পরেও সেই দলিলে স্বাক্ষর করে তবে তা হবে নিজেদের রাজনৈতিক আত্মহত্যার পূর্বে চিরকুট রেখে যাওয়ার সমতুল্য। আত্মহত্যার জন্য বদ্ধপরিকর মানুষ সেটা অনুধাবন করবে কি না এটাই এখন দেখার বিষয়।
মস্কো, ০৬ অক্টোবর ২০২৫
No comments:
Post a Comment