Saturday, October 18, 2025

গণতন্ত্র

আব্রাহাম লিঙ্কনের ভাষায় গণতন্ত্র হল জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার।‌ তবে বর্তমানে মনে হয় জনগণের নামে জনগণকে শোষণ করার জন্য অল্প কিছু সংখ্যক মানুষের শাসনের নাম গণতন্ত্র। আর শান্তি হল ইউরোপের টাকায় আমেরিকার অস্ত্র দিয়ে অন্তহীন যুদ্ধ।

দুবনা, ১৮ অক্টোবর ২০২৫

No comments:

Post a Comment