জেলেনস্কি কৌতুকাভিনেতা। তাই এমনকি প্রেসিডেন্ট হলেও তার কথাবার্তায় কৌতুকের ছোঁয়া থাকবে সেটাই স্বাভাবিক। পশ্চিমা বিশ্বের বদৌলতে সেটা এখন ব্ল্যাক হিউমারে রূপান্তরিত হয়েছে।
ডঃ ইউনুস বললেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কৌতুক হিসেবে এটা নেওয়াই যায়। তবে ভদ্রলোক কৌতুকাভিনেতা নন, তিনি শিক্ষিত, উচ্চ ডিগ্রিধারী, অধ্যাপক (শান্তিতে নোবেল পেতে এসব আবশ্যক নয়)। তারপরেও এধরণের ইন্টারভিউ তাকে খেলো করে বলেই ধারণা। এটা শুধু ব্যক্তি ইউনুসকে নয় বাংলাদেশকেও বিশ্বের সামনে ছোট করে।
কেউ ছবি তোলা শেখার জন্য এলে অনেকেই বলে - যদি পাশের বাড়ির কুকুর তোমার ছবি দেখে লেজ নাড়তে শুরু করে তা দেখে ভাবার কারণ নেই যে তুমি খুব ভালো ছবি তুলেছ। যদি কেউ ৫, ১০ বা ৫০ বছর দেশ চালানোর জন্য ডঃ ইউনুসের কাছে বায়না ধরে তারপরেও ভাবার কারণ নেই যে দেশ ভালভাবে চলছে। তবে মাত্রা জ্ঞান ব্যাপারটা জন্মগত। কারো সেটা থাকে, কারো থাকে না।
দুবনা, ০৩ অক্টোবর ২০২৫
No comments:
Post a Comment