Tuesday, January 31, 2023

মালিক

ইউরোপের নেতারা শুনলাম বাংলাদেশ সফরে গেছেন প্রশিক্ষণের জন্য। কিসের প্রশিক্ষণ? গান শেখা। হ্যাঁ, তারা সবাই মিলে কোরাস গাইবেন বুড়ো রাজার জন্মদিনে। কি গান জানেন?

মালিক আমার ইচ্ছা বলে কিছুই নাই
তুমি যেমনি চালাও তেমনি চলি যেমনি বলাও বলি তাই

দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২৩

Monday, January 30, 2023

ওজন

আজকাল এমনকি তালপাতারসেপাই পর্যন্ত ওজন কমাতে ব্যস্ত। এই ওজন কমানো অবশ্য একমুখী নয়। তারা শারীরিক ওজন কমিয়ে নিজেদের সামাজিক ওজন বাড়াতে চায় ওজনের নিত্যতার সূত্র কাজে লাগিয়ে।

আমাদের দেশে তো সব সময়ই ওজনে ঠকানোর চল ছিল। অনেকেই দুই নম্বরী বাটখারা ব্যবহার করতো লোক ঠকাতে? এসব বাটখারা দিয়ে নিজেদের ওজন মাপলে তো ওজন বেশি দেখাবেই। 

তবে ভয়ের কিছু নেই। উঁচু পাহাড়ে বা বিল্ডিং-এ বাস করলে ওজনও কমবে আবার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যাবে। রথ দেখা আর কলা বেচা দুটোই হবে। 

দুবনা, ৩১ জানুয়ারি ২০২৩

Sunday, January 29, 2023

খেলা

ন্যাটো ইনিয়ে বিনিয়ে ঘোষণা করছে যে তারা রাশিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। মৃতরা প্রমাদ গুনছে তাদের দেশে বন্যার স্রোতের মত শরণার্থীর ঢল নামবে ভয়ে। জীবিতরা যখন মরণ খেলায় নামে মৃতরা তখন ভয়ে কাঁপতে থাকে।

দুবনা, ২৯ জানুয়ারি ২০২৩

Saturday, January 28, 2023

স্বাধীনতা

অবস্থা এমন দাঁড়িয়েছে যে কারো কোন নিকটাত্মীয় যদি ইউরোপ, আমেরিকা বা নিদেনপক্ষে মালয়েশিয়া বা আরব দেশে না থাকে তাহলে সে নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দিতে কুন্ঠা বোধ করে। মন যখন উপনিবেশের ক্যান্সার দ্বারা আক্রান্ত মাটি থেকে মালিক তাড়িয়ে কি তখন স্বাধীন হওয়া যায়? নিজের অতীতকে, নিজের সংস্কৃতিকে অস্বীকার করে দেশ বা জাতি গড়তে গেলে সেটা হয় শেকড় বিহীন, সেটা হয় পূর্বের মালিকদের আধুনিক উপনিবেশ যেখান থেকে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার আদায়ের পাশাপাশি মেধা শোষণ করে।

দুবনা, ২৯ জানুয়ারি ২০২৩

অজ্ঞাত অজ্ঞতা

কিছু কিছু বিষয়ে নিজের আদিগন্ত বিস্তৃত অজ্ঞতা দেখে নিজেকে কেমন যেন গাধা গাধা মনে হয়। যদিও আমি জানি না এসব জানার আমার আদৌ কোন দরকার আছে কি না বা এসব জানলে আমার বা কারো কোন উপকার হত কিনা। মনে হয় এটা এক ধরণের ইনফেরিওরিটি কমপ্লেক্স বা হীনমন্যতা - অন্যেরা জানে অথচ আমি জানি না - সেটা কি কোন কথা হল? আমার সেই অজ্ঞতা ধরা পরে ফেসবুকের বুকে। সেখানে কত মানুষ কত জনকে নিয়ে লিখছে। বিশেষ করে কেউ পুরস্কৃত হলেন অথবা কেউ এই পাপে ভরা পৃথিবীর মায়া কাটিয়ে অন্তহীন এই মহাবিশ্বের দূরবর্তী কোন অজানা ঠিকানার উদ্দেশ্যে যাত্রা করলে। এদের সবাই নিজ নিজ ক্ষেত্রে একেক জন দিকপাল। কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক, কেউ বিজ্ঞানী, কেউ শিক্ষক - এক কথায় সবাই নামী দামী ও জনপ্রিয় ব্যক্তিত্ব। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আমি আগে এদের নাম শুনিনি। এটা কি জ্ঞানার্জনের প্রতি অনীহা নাকি আমার কূপমন্ডুকতা? 

দুবনা, ২৮ জানুয়ারি ২০২৩

চাকরি

আমরা প্রতিদিন কাজে যাই, কাজ শেষে ঘরে ফিরি। যায় দূর দেশে - কেউ কাজ করতে, কেউ বেড়াতে। কেউ কিছু দিনের জন্য, কেউবা আজীবনের জন্য। কিন্তু প্রায় সবাই ঘরে ফেরার জন্য পথ চেয়ে বসে থাকে। অধিকাংশ মানুষকে তার শৈশব, শৈশবের আলো বাতাস, সেই মাটি, সেই ঘরবাড়ি ফিরে ফিরে ডাকে। যদি জন্ম যেসব অণু পরমাণু দিয়ে আমাদের শরীর তৈরি তাদের কাজে যাওয়া হিসেবে দেখা যায় মৃত্যুটা তাহলে নিঃসন্দেহে এই সব অণু পরমাণুর ঘরে ফেরা। যেহেতু বস্তুর বিনাশ নেই আছে শুধু অবস্থার পরিবর্তন - তাই জন্ম বা মৃত্যু সেই অবস্থার পরিবর্তন যেখানে মৃত্যু বস্তু থেকে শক্তির রূপ ধারণ করে। বদলীর চাকরিতে মৃত্যু তাই শেষ কথা নয়, পোস্টিং বদল মাত্র। 

দুবনা, ২৮ জানুয়ারি ২০২৩

Friday, January 27, 2023

প্রমাণ

এত যে বিবর্তনবাদ বিবর্তনবাদ করেন দেখেছেন কখনো কোন বানরকে মানুষে রূপান্তরিত হতে?

বিবর্তন তো একমুখী নয়। উল্টো ঘটনাও বিবর্তনবাদের সত্যতা প্রমাণ করে। আমি কত মানুষকে যে বানরে পরিণত হতে দেখেছি তার ইয়ত্তা নেই। দেখবেন?

দুবনা, ২৭ জানুয়ারি ২০২৩

Thursday, January 26, 2023

কালো টাকা

টাকা কিন্তু জানে না যে সে সৎ উপায়ে নাকি অসৎ উপায়ে উপার্জিত। কীভাবে সে উপার্জিত তাতে টাকার কোন হাত নেই, থাকতে পারে না এমনকি যদি তার সত্যি সত্যি দু' খানা হাত থাকতও। তাহলে মানুষের সততা বা অসততার উপর নির্ভর করে টাকা কেন কালো বা সাদা হবে? এটা কি টাকার প্রতি অবিচার নয়? কালো টাকার জীবনও গুরুত্বপূর্ণ।

দুবনা, ২৭ জানুয়ারি ২০২৩

Wednesday, January 25, 2023

Democracy evolves

In the 70's and 80's of last century democracy means

"You have the freedom and right of choice."
Now it states

"You have the right of right choice. And we and our media will say you what is right for you."

Freedom is no longer.

Dubna, 26 January 2023


Sunday, January 22, 2023

সংজ্ঞা

যদি সকালে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগে তাহলে বুঝবে যে রাতে তাদের ওখানে কোন ইংলিশ ম্যান অতিথি হিসেবে এসেছিল। ডিভাইড অ্যান্ড রুল এর রুশ সংজ্ঞা।

দুবনা, ২৩ জানুয়ারি ২০২৩

প্রশ্ন

আমেরিকার রাষ্ট্রীয় ঋণ প্রায় সাড়ে ৩১ ট্রিলিয়ন ডলার। এর মানে সে দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ প্রায় এক লাখ ডলারের মত। আমরা যারা ভাগ্যের সন্ধানে আমেরিকায় পাড়ি জমাই তারা কি এই ঋণ সম্পর্কে সচেতন, মানে নাগরিকত্ব গ্রহণের সাথে সাথে আমরাও যে ঋণের অংশীদার সেটা কি আমরা জানি বা ভাবি? নাকি ভাবি শক্তি যেহেতু আছে এই ঋণ শোধ না করলেও চলবে? জাস্ট কিউরিওসিটি। কারণ মানুষ সাধারণত সৌভাগ্যের ভাগ নিতে চায় আর দুর্ভাগ্য এড়িয়ে যেতে চায়। মানে আমরা শুধু নিজের স্বার্থের কথা ভেবেই আমেরিকা বা উন্নত দেশে পাড়ি জমাই সেই দেশ বা সমাজের প্রতি কোন রকম দায়িত্ব বোধ না করেই। সবাই না হলেও অন্তত বেশির ভাগ সেটাই করি।

দুবনা, ২২ জানুয়ারি ২০২৩

Saturday, January 21, 2023

কুম্ভকর্ণ

রামায়নের ভাষ্য অনুযায়ী রাবণের ভাই কুম্ভকর্ণ ছিল ভীষণ শক্তিশালী। বিশাল তার বপু। এত বড় যে বিশাল বিশাল রাক্ষসরা তার হাঁটুর সমান। ব্রহ্মার বরে বছরে সে ছয় মাস ঘুমাতো আর একদিন জেগে উঠে প্রচুর খেত। সেই দিন সে ছিল অজয়ী, অবধ্য। তবে তাকে ছয় মাসের ঘুমের কালে কেউ জাগালে সে তাণ্ডব শুরু করত আর নিজেও মারা যেত। সব রূপকথায় নাকি সত্য থাকে, থাকে ইঙ্গিত। 

দুবনা, ২১ জানুয়ারি ২০২৩

Friday, January 20, 2023

ডাক্তার

আমাদের সমাজে ডাক্তাররা সবসময়ই রিসিভিং এন্ডে থাকে। এর ভালো দিক সে সবসময়ই ফি পায়। তবে কথাটা সেখানে নয়। চিকিৎসা হল দলীয় খেলা। যদি ডাক্তার রোগী সবাই মিলে এক দলে না খেলে তাহলে জয়ের সম্ভাবনা কম। কিন্তু প্রায়ই এরা পরস্পরবিরোধী অবস্থান নেয় আর সেটা হয় রোগীর পক্ষ থেকে। রোগ না সারলে ডাক্তারের ভুল। ব্যাপারটা এই যেন রোগীর কোন ভূমিক ছিল না, কোন ভূমিকা নেই। রোগী নিতান্তই দর্শক। এটা অনেকটা ড্রাইভারের মত। দুর্ঘটনা ঘটলেই ড্রাইভার দোষী - বাই ডিফল্ট। এমনকি কেউ এসে চাকার নীচে ঝাঁপিয়ে পড়লেও সে দায় ড্রাইভারের। সমাজে এই মানসিকতা যখন ডোমিনেট করে তখন চিকিৎসক হওয়া বড় রিস্কি। 

দুবনা, ২১ জানুয়ারি ২০২৩

Thursday, January 19, 2023

নিরামিষ

অনেকেই নিরামিষ খাবার নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, কমেন্ট করছে।‌ ভাবলাম আমিই বা কম কিসে। চটপট একটা নিরামিষ খাবার তৈরি করে ফেললাম। না, আমি বেগুন পোড়া বা এই জাতীয় কোন সবজির ধার ধারিনি। স্রেফ টমেটো, শসা আর বাঁধাকপি নিয়ে বানিয়ে ফেললাম। সাথে একটু লবন, লেবু, জলপাই তেল। কেউ কেউ একে সালাদ নামে ডাকে। তবে তাতে এর নিরামিষত্বের হানি হয় বলে কেউ দাবি করতে পারবে না।

দুবনা, ২০ জানুয়ারি ২০২৩

Wednesday, January 18, 2023

সম্পর্ক

সেদিন এক পুরানো বন্ধুর সাথে দেখা। যা হয় নিজেদের খবরাখবর জানা শেষ হতে না হতেই শুরু হয় পুরানোদের খবরাখবর নেয়া। 
ওর সাথে আপনার এখনও সম্পর্ক আছে?
হ্যাঁ আছে।
মেসেজ পাঠান? ফোন করেন? 
না। ওসব করা হয়ে ওঠে না।
যোগাযোগ হয়?
না। যোগাযোগ হয় না।
তাহলে যে বললেন সম্পর্ক আছে?
সম্পর্ক না থাকাটাও এক ধরণের সম্পর্ক। তাই বললাম।

দুবনা, ১৮ জানুয়ারি ২০২৩

Tuesday, January 17, 2023

বিপ্লব

একটা রিপোর্টে দেখলাম লিবারেল আইনের আতিশয্যে অনেক সফল ও প্রতিষ্ঠিত মানুষ যারা মেধা ও ট্যাক্স দিয়ে সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, তারা আজ ক্যালিফর্নিয়া ছেড়ে অন্যান্য স্টেটে চলে যাচ্ছে। খবরের সত্যতা যাচাই করার সামর্থ্য নেই। তবে এটা আমাকে পশ্চিম বাংলার কথা মনে করিয়ে দিল। সেখানকার মেধাবী ছেলেমেয়েরা স্থানীয় রাজনীতির কারণে ভারতের অন্যান্য প্রদেশে জীবনের মানে খোঁজে। শুধু তাই কেন সারা বিশ্বে সব সময়ই সফল মানুষ চায় সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা যাতে তারা শান্ত পরিবেশে নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে। এক সময় তারা পালিয়েছে সর্বহারার একনায়কতন্ত্র থেকে, এখন এলজিবিটি বিএলএম একনায়কতন্ত্র থেকে। 

দুবনা, ১৮ জানুয়ারি ২০২৩


Friday, January 13, 2023

সভ্যতা

বেলজিয়াম প্যাট্রিস লুমুম্বার ধ্বংসাবশেষ ফিরিয়ে দিয়েছে কঙ্গোকে। সেটা কি? দাঁত। সোনার দাঁত। হ্যাঁ, যাতে সাম্রাজ্যবাদ বিরোধী এই যোদ্ধার সমাধি তীর্থস্থানে পরিণত না হয় সেজন্য তার মৃতদেহ এসিডে দ্রবীভূত করা হয়। অবশিষ্ট ছিল সোনার দাঁত। মানবতা বলে কথা। আজকাল অবশ্য এসিড ব্যবহার করে অযথা পয়সা খরচ করা হয় না। মৃতদেহ সমুদ্রে নিক্ষেপ করা হয়। এই না হলে সভ্যতা! গণতন্ত্র, মানবতা এসব উচ্চ মার্গের আইডিয়ার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। দুঃখের বিষয় এই যে ত্যাগ স্বীকার করতে হয় সাধারণ মানুষকে আর যাদের আদেশে এসব হয় তারা সব সময়ই বিচারের ঊর্ধ্বে, আসমানের বাসিন্দা।

দুবনা, ১৩ জানুয়ারি ২০২৩

Thursday, January 12, 2023

দৃষ্টিভঙ্গি

আমেরিকার সাথে অন্য দেশের পার্থক্য হল তারা নিজেদের কুকুর ছানাকে পছন্দ করে, তার সব ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে। অন্য দেশগুলোর সবচেয়ে অপছন্দের হল নিজেদের কুকুর শাবক। তারা তো ক্ষমা করেই না, পারলে খুন করে না পারলে দেশান্তরী হতে বাধ্য করে। 

দুবনা, ১৩ জানুয়ারি ২০২৩


নিষেধাজ্ঞা

আফগানিস্তানে মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে অস্ট্রেলিয়া তাদের সাথে ওডিআই সিরিজ থেকে উইথড্র করেছে। নারী শিক্ষার উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ নিঃসন্দেহে প্রাসঙ্গিক। অন্য দিকে ক্রিকেট বা অন্যান্য খেলাধুলা আফগানিস্তানের সাধারণ মানুষের কাছে মুক্ত হাওয়ায় মত। কঠিন শারিয়াহ আইনের মধ্যে এই খেলাধুলা অনেকের জন্য আশার আলো। এই নিষেধাজ্ঞা তাই কতটা সুফল বয়ে আনবে অথবা আদৌ আনবে কিনা সেটা ভাবনার বিষয়।


দুবনা, ১২ জানুয়ারি ২০২৩

Tuesday, January 10, 2023

ঈশ্বর

সোভিয়েত ইউনিয়নে প্রতিটি প্রতিষ্ঠানে একটা নোট বই থাকত যার নাম "অভিযোগ ও পরামর্শ বই"। এখানে সবাই সেই প্রতিষ্ঠানের কাজকর্ম সম্পর্কে তার অভিযোগ, অনুযোগ আর কিভাবে অবস্থার উন্নতি ঘটানো যায় সে ব্যাপারে বিভিন্ন প্রস্তাব রাখতে পারত। মানুষ যেভাবে ঈশ্বরের কাছে নিজের দুর্ভাগ্য সম্পর্কে অভিযোগ অনুযোগ করে আর তাঁর সাহায্য চায় তাতে মনে হয় ঈশ্বর সেই সোভিয়েত ইউনিয়নের "অভিযোগ ও পরামর্শ বই" অথবা "অভিযোগ ও পরামর্শ বই" ঈশ্বরের সমাজতান্ত্রিক রূপ বা অবতার।

দুবনা, ১১ জানুয়ারি ২০২৩

চেইন রিয়াকশন

আমেরিকার পরে ব্রাজিলে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থকরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালালো। ন্যায় অন্যায়ের বিচার আদালত করবে। তবে এসব ঘটনা যে সংক্রামক তা বলাই বাহুল্য। নির্বাচন নিয়ে সব দেশে সব সময়ই পরাজিত পক্ষ অসন্তোষ প্রকাশ করে। এটা এক ধরণের রিচুয়াল।‌ তাই এর পর থেকে দেশে দেশে যদি অসন্তুষ্ট জনতার স্বতঃস্ফূর্ত হামলা শুরু হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাহলে শেষ পর্যন্ত রাজনীতির কি দশা হয় সেটা ভাবার বিষয়। বিভিন্ন সূত্রে জানা যায় এসব আক্রমণ অনেক সময়ই বিজয়ী দলের অনুপ্রবেশকারীরা চালায় পরাজিত দলকে আরও কোণঠাসা করার জন্য। যদি সেটা সত্যি হয় তবে দেশে দেশে সমাজতন্ত্র না এলেও একদলীয় শাসন যে কায়েম হবে তাতে সন্দেহ নেই। তবে গণতন্ত্র যে এখনও জীবিত সেটা দেখানোর জন্য দুর্বল ও অনেক ক্ষেত্রে গৃহপালিত বিরোধী দল রাখা হবে। অন্তত সেই চেষ্টা করে যাবে ক্ষমতাসীনরা।


দুবনা, ১০ জানুয়ারি ২০২৩ 

Monday, January 9, 2023

শীতের আঠা

গত শনিবার ক্রিস্তিনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে গেলাম ভোলগার তীরে হাঁটতে। দেখি ঘন নীল আকাশের বুকে পূর্ণিমার চাঁদ ঝুলছে ঝলসানো রুটির মত। কী করা? সাথে সাথে বাসায় ফিরে গেলাম ক্যামেরা আনার জন্য। আমি লাইভ ভিউ ব্যবহার করি না। তাপমাত্রা মাইনাস ৩০ কাছাকাছি। এক সময় নাক আটকে গেল ক্যামেরার বডির সাথে। ভাগ্যিস রক্ত বেরোয়নি। মনে পড়ল এক বন্ধু ছাওনায় বসে ছাত্রজীবনের গল্প বলেছিল। ও বলল স্কুলে পড়ার সময় ওরা এরকম ঠান্ডায় নীচের ক্লাসের কাউকে বলত যদি জিহ্বা দিয়ে তুলে নিতে পারে তবে পাঁচ কোপেক তার হবে। সোভিয়েত আমলে পাঁচ কোপেক দিয়ে অনেক কিছুই করা যেত। ঠান্ডায় পয়সা জিহ্বায় আটকে যেত। আর এ জন্য পাইওনিয়ার সংগঠনের কাছ থেকে সতর্ক বার্তা পেতে হত। শুধু প্রেমই নয় শীতও অনুকূল (আমাদের জন্য প্রতিকূল) পরিবেশে কাঁঠালের আঠা হয়ে যায়। 

দুবনা, ০৯ জানুয়ারি ২০২৩

Friday, January 6, 2023

বিরোধ

সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করা যেকোন দলের তো বটেই বিশেষ করে বাম দলের নৈতিক দায়িত্ব। তবে রাজনীতির মাঠে অনেক খেলোয়াড় আর সবাই সরকারের পতন চায়। তাই কোন দল নিজে যদি ছাগলের তিন নম্বর বাচ্চা হয় মানে খুবই দুর্বল হয় তবে তাকে ব্যবহার করে যে ক্ষমতায় আসবে সে আরও বেশি জনবিরোধী কি না, আরও বেশি স্বৈরাচারী কি নাই সেটা হিসেবে রাখতে হবে। কেননা সবকিছুই আপেক্ষিক। আপদ ও বিপদের চরিত্র ও গুণগত পার্থক্য আছে। অর্থাৎ বিরোধিতা অন্ধ হলে সেটাও মৌলবাদ। আর যেকোন মৌলবাদ আজ হোক কাল হোক বিপদ ডেকে আনতে বাধ্য।

দুবনা, ০৭ জানুয়ারি ২০২৩

অভাব

চারিদিকে এক আওয়াজ
দুঃশাসন হঠাও আজ। 

আমাদের সমস্যা হল যুধিষ্ঠির অনির্দিষ্ট কালের জন্য আত্মগোপনে। দুঃশাসনকে হঠালে বড় জোর দুর্যোধন রাজা হবে। 

গণতন্ত্রের অভাব - এটা মূলতঃ চয়েজের অভাব।

দুবনা, ০৭ জানুয়ারি ২০২৩

ভাব

কোন কোন মানুষ মনে করে ভাব সম্প্রসারণ করা মানে ডাইনে বাঁয়ে চুটিয়ে প্রেম করা আর পরে ডিএনএ টেস্ট করা।

দুবনা, ০৬ ডিসেম্বর ২০২৩