দূরে নিজের কমফোর্ট জোনে বসে অন্যের স্বাধীনতা বা বিপ্লবের পক্ষে শ্লোগান দেওয়া যত সহজ, নিজেকে পিছুটান ও কুসংস্কার থেকে মুক্ত করার সংগ্রাম তার চেয়ে শত গুণ কঠিন। অন্যের জন্য শ্লোগান দিতে নিজেকে বদলাতে হয় না, বরং কিছু কিছু বাহবা জোটে কপালে। কিন্তু নিজেকে বদলাতে ঘুষ, দুর্নীতি সহ অনেক কিছু ত্যাগ করতে হয়, নিজের বিবেকের কাছে সৎ হতে হয়। আমরা সব পারি, শুধু নিজেদের বদলাতে পারি না।
দুবনা, ১৩ মে ২০২১
No comments:
Post a Comment