শুধু জীবনই নয়, মৃত্যুটাও একটা খেলা, একটা লটারি। মরতে হবে সঠিক জায়গায়, সঠিক সময়ে আর মৃত্যুর স্পন্সর খুঁজে বের করতে হবে, মানে এই মৃত্যুটা যাতে কোন দেশ, দল, গোষ্ঠী বা ব্যক্তির ক্ষমতার লড়াইয়ে পুঁজি হিসেবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। তাহলে জীবনের শত অপরাধ, শত ব্যর্থতা ধুয়ে মুছে যাবে, মরণের পর আপনি জাতীয় বা আন্তর্জাতিক হিরো পর্যন্ত হতে পারেন। নিজে পরিবারকে যা দিতে পারেননি আপনার মৃত্যু সেটা দেবে। তাই মৃত্যুকে অবহেলা করবেন না। জীবনের মত মৃত্যুকেও অর্থময় করে তুলুন।
দুবনা, ২৫ মে ২০২১
No comments:
Post a Comment