পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কী?
মানুষের ধৈর্য, তার ক্ষমাসুন্দর দৃষ্টিভঙ্গি, তার আনুগত্য।
এ কি বলছেন আপনি?
চারিদিকে তাকিয়ে দেখুন। কত মানুষ না খেয়ে মরছে, কত মানুষ মারা যাচ্ছে অন্যদের অর্থ আর ক্ষমতার লোভে। করোনায় মরছে। পৃথিবীর সিংহভাগ মানুষ লাঞ্ছিত, অবহেলিত। এদের অধিকাংশই বিশ্বাস করে তাদের সুখ দুঃখের নিয়ন্ত্রক ঈশ্বর। এই বিশ্বাস লালন করে এত লাঞ্ছনা, বঞ্চনার পরেও তারা ঈশ্বরের বিরুদ্ধে বিক্ষোভ করে না, তাঁকে জবাবদিহিতা না করার অভিযোগে অভিযুক্ত করে না, তাঁর উপর আস্থা হারায় না। এটা যদি আশ্চর্যজনক ঘটনা না হয় তাহলে কিছুই বলার নেই।
মস্কো, ১৭ মে ২০২১
No comments:
Post a Comment