Monday, May 10, 2021

সত্যের রকমফের

 

সব কিছুর মত সত্যও আপেক্ষিক তবে পক্ষপাতদুষ্ট নয়। কিন্তু মানুষ নিজে নিরপেক্ষ নয় বলে প্রায়ই সত্য বলতে ভয় পায় পাছে সেটা বিপক্ষের পক্ষে যায়। তাই সে সত্য বলে নিজের মত করে সাজিয়ে গুছিয়ে নিজের লাভ লোকসান বিচার করে। ফলে অনেক সময় সত্য হয় বিকৃত, আংশিক বা প্রায় মিথ্যা।

দুবনা, ১০ মে ২০২১

No comments:

Post a Comment