Wednesday, May 5, 2021

মুক্তি

 


মূল্যবোধের মূল্য গিয়েছে কমে
অর্থ বলের আকাশ ছোঁয়া দাম
পেশী শক্তি পেছন পেছন চলে
মুক্ত বাজার শুনেছি তার নাম

মুক্ত বাজারে মুক্ত নয় কো মন
মুক্তি এখানে অসহায় দীন হীন
সে আজ শুধুই টাকার কেনা গোলাম
ব্যাংকের কাছে তার যে অনেক ঋণ

মুক্ত বাজারে খুঁজো না তোমরা মুক্তি
সবাই এখানে অর্থের ক্রীতদাস
টাকাই এখানে সর্ব শক্তিমান
কেনা বেচা ছাড়া জানে না সে কোন যুক্তি

মূল্যবোধ আজ হয়েছে মূল্যহীন
চারিদিকে আজ শুধুই বেচা কেনা
দিনে দিনে তাই বাড়িতেছে শুধু দেনা
ভোগের এই মুক্ত বিশ্বে মানুষ আদর্শহীন।

দুবনা, ০৫ মে ২০২১




No comments:

Post a Comment