ববি লিখল, "আমাদের সাহিত্যিক মহলের প্রধান সমস্যা রুচির সমস্যা"। আমার মনে হয় এটা সমস্যা নয়, এটা রোগ। এ রোগ শ্যুধু সাহিত্যিকদের নয় আমাদের সবার। উন্নয়নের সাথে সাথে আমরা উন্নাসিকতার জোয়ারে ভাসছি। ফলে আমরা আর অন্যেরা কী করছে সে ব্যাপারে আগ্রহী নই। আমরা অন্যদের লেখা পড়তে আগ্রহী নেই। কী দরকার? আমরা নিজেরাই যদি ভাল লিখতে পারি। ব্যক্তি মানুষ শুধু নিজের অভিজ্ঞতায় অভিজ্ঞ। নিজেকে সমৃদ্ধ করতে হলে অন্যদের অভিজ্ঞতার কথাও জানতে হবে, অন্যদের লেখাও পড়তে হবে। আমাদের সেই সময় কোথায়? আমরা যদি অন্যদের না দেখি, অন্যদের না পড়ি রুচি কীভাবে গড়ে উঠবে। দেশকে ভাগ করা যায়, দেয়াল তোলা যায়, কিন্তু সংস্কৃতিকে ভাগ করা যায় না। এটা বৈষয়িক জগত নয়, মানসিক জগত। যতদিন না আমরা মানসিক রোগ থেকে মুক্তি পাচ্ছি রুচি গড়ে উঠবে না।
দুবনা, ১৬ মে ২০২১
No comments:
Post a Comment