Saturday, May 22, 2021

গলদ

 

সরকারি মাল মানেই মালিকবিহীন। যে জিনিসের মালিক নেই তা যত্নে থাকবে কীভাবে? অযত্নে লালিত কেউ অন্যের ভালোমন্দ বুঝতে পারে না। সরকার নিজেও তো সরকারি মাল। তাই জনতার ভালোমন্দ সে বুঝে না। আর ব্যক্তি মালিকানায় সরকার হয় না। গোড়ায় গলদ।
 
দুবনা, ২২ মে ২০২১

No comments:

Post a Comment