মৃত্যু কি নদী? বিভিন্ন দেশে এরকম কুসংস্কার আছে যে স্বপ্নে নদী পার হওয়া আসন্ন মৃত্যুর সংবাদ। না, আমি প্রশ্ন করছি অন্য কারণে। এক বন্ধুর কমেন্ট থেকে মনে পড়ে গেল সেই লাইন দুটো
নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে যত সুখ আমার বিশ্বাস
আমরা পরকালের সুখে (স্বর্গ সুখে) এত বেশি বিশ্বাস করি যে হঠাৎ করেই মনে প্রশ্ন জাগল মৃত্যুটা নদী কিনা। তবে একটা জিনিস জানি, প্রতিটি বর্তমানই সুখের কাঙাল। এখানেই সুখে থাকুন, ভাল থাকুন।
No comments:
Post a Comment