Thursday, May 13, 2021

প্যারাডক্স


আগে মানুষ নিজের জন্য বাঁচত। মনে থেকে সব করত। করত নিজে সেটা বিশ্বাস করত বলে। সেটা দেশের জন্য হোক, সমাজের জন্য হোক অথবা একান্ত নিজের জন্যই হোক। তবে তখন মানুষ এত স্বার্থপর ছিল বলে মনে হয় না। এখন আমরা পরের জন্য বাঁচি, পরের জন্য সব করি। খাইদাই, ঘুরে বেড়াই - কিন্তু এসব সামাজিক মাধ্যমে প্রচার করে লাইক না পেলে যেন কিছুই করা হয় না। অন্যদের দেখানো - এটাই আজকাল আমাদের জীবনের লক্ষ্য। এই যে আমরা অন্যদের জন্য এত কিছু করছি তারপরেও আমার মনে হয় এখন মানুষ যে কোন সময়ের চেয়ে অনেক বেশি স্বার্থপর।

দুবনা, ১৪ মে ২০২১

No comments:

Post a Comment