আজকাল কেমন যেন মৌলবাদী হয়ে যাচ্ছি, মানে অন্ধভাবে অনেক কিছু বিশ্বাস করতে শুরু করেছি। আমি আগেও হাঁটতে পছন্দ করতাম, এখনও করি। তবে ইদানীং কালে সেটা করি মেপে মেপে, নিয়ম মেনে। মানে দিনে কতগুলো স্টেপ নেব, কত কিলোমিটার হাঁটব এসব আরকি। অনেক সময় অনেক রাতে যখন দিনের হাঁটার হিসেব দেখি অবাক হই। প্রায়ই আমি আমার লিমিটের চেয়ে বেশি হাটি। এই তো সেদিন দেখি ডেইলি লিমিট ফুলফিল করতে দু' শ মিটার বা দু' শ স্টেপ বাকি আছে। এই একশ দু' শ মিটার শরীরের আবহাওয়ায় যে খুব একটা পরিবর্তন করে তা নয়, কিন্তু মনে মনে একটা অস্বস্তি অনুভব করি। এ যেন কূলে এসে ডুবে মরার মত। কখনও কখনও উঠে বাসার চারিদিকে দুই চক্কর মেরে আসি। এতে অবশ্যই শরীর ও মন - দুটোই ফ্রেশ লাগে। কিন্তু পর মুহূর্তেই ভাবি কীভাবে আমি দিন দিন বিভিন্ন অ্যাপের দাস হয়ে যাচ্ছি। ছোটবেলা খুব ইচ্ছে জাগত আলাদীনের আশ্চর্য প্রদীপ পেতে। স্মার্টফোন অনেকটা তাই, তবে অনেক ক্ষেত্রে ওরা নিজেরা না খেঁটে আমাদের দিয়ে ভূতের বেগার খাঁটায়। এভাবেই ওরা আমদের ভেতর বিভিন্ন অন্ধবিশ্বাসের বীজ রোপন করে। অনেকেই দেখি ফেসবুকে তাদের ভালবাসা, রাগ, মান-অভিমানের শতকরা হিসেব প্রকাশ করেন। সচেতন মানুষ এটা করে ফান করার জন্য। কিন্তু অনেকেই এসব বিশ্বাস করে বসে থাকলে থাকতেও পারে, যেমন মানুষ বিশ্বাস করে রাশিফল। বিগ বিগ কোম্পানির বিগ বিগ বসেরা আর ব্রাদাররা বিগার দ্যান গড। তারা শুধু সব দেখেই না, আমাদের দিয়ে স্বেচ্ছায় অনেক কাজ করিয়েও নেয়।
No comments:
Post a Comment