অদ্ভুত জীব এই মানুষ। আমরা শুধু অজানাকেই ভয় পাইনা, যা জানি সেটাকেও ভয় পাই। এই ধরুন আমি ১০০% শিওর যে কোন সাপ, ব্যাঙ, মশা, মাছি, ক্লেশ, এমনকি বাঘ ভাল্লুক আমাকে শত্রু মনে করে না। মনে করবে কী, ওরা আমাকে চেনেই না। তবুও গতকাল ক্লেশের কামড় খেয়ে আজ আর বন মুখী হইনি। ভয় ঢুকেছে মনে, যেন ক্লেশেরা ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে, বনে গেলেই কামড়ে দেবে। গুলিয়াও একটু দ্বিধা করছিল যাবে কি যাবে না ওই পোড়া মুখী বনে। শেষ পর্যন্ত ঠিক হল ক্লেশদের কয়েকদিন এড়িয়ে চলতে হবে। দু তিন দিন পরে ওরা নিশ্চয়ই আমাদের কথা ভুলে যাবে, তখন না হয় আবার বনে ফেরা যাবে। সত্যি বলতে কি ওদের রাজ্যত্ব মাত্র মাস দুয়েকের। জুলাই থেকেই ওরা আবার হাওয়ায় মিলিয়ে যাবে। ক দিনই বা আর বাকি। মাঝে অবশ্য লান্দিস ফুটবে। তখন না হয় ওদের ফাঁকি দেবার চেষ্টা করা যাবে। এখন কী করা? ভোলগা আছে কি জন্য? আজ তাই ভোলগার দিকেই গেলাম।
দুবনা, ০৬ মে ২০২১
No comments:
Post a Comment