ভোগ - একমাত্র ভোগই আজকাল অধিকাংশ মানুষের জীবন দর্শন। ভোগে সমস্যা নেই যদি না সেটাই হয় জীবনের একমাত্র লক্ষ্য়। কিন্তু কয়েক জেনারেশন মানুষ এখন এভাবেই গড়ে উঠছে আর এতে ইন্ধন যোগাচ্ছে পুঁজিবাদ। মানুষকে ভোগের লোভ দেখিয়ে সে তাকে বাঁধছে ঋণের নাগপাশে। স্বল্প পরিশ্রমে স্বপ্নকে ধরার জন্য মানুষ যে যেভাবে পারছে নিজেকে বিক্রি করছে, বিক্রি করছে স্বল্প মূল্যে। গড়ে উঠছে নব্য ক্রীতদাস শ্রেণী। যদি আগে মানুষ দাস হত নিজের ইচ্ছার বিরুদ্ধে, আজ সে দাস হচ্ছে স্বেচ্ছায়, সচেতন ভাবে। এই ক্রীতদাস আর কোন স্পার্টাকাসের জন্ম দেয় না, দিতে পারে না। তাই আজকের ক্রীতদাসেরা মালিকের অবাধ্য হয় না, বরং "বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ" নীতি অনুসরণ করে বাবুদের অন্যায়, অত্যাচার, অবিচার সব কিছুকে জায়েজ করার জন্য আদা জল খেয়ে নামে।
No comments:
Post a Comment