রইজ উদ্দীন আহম্মদের স্বাধীনতা পুরস্কার নিয়ে ফেসবুক সরগরম। ভদ্রলোককে চিনি না। তার লেখা আগে পড়িনি। সেটা অবশ্য আমার সীমাবদ্ধতা। প্রত্যেক লেখক বা কবিরই দুর্বল লেখা থাকে। এখানে তুলে দেওয়া একমাত্র কবিতা (?) দিয়ে তাই তাকে বিচার করাটা বোকামি। তবে এটা যদি তার অধিকাংশ লেখার নমুনা হয় তাহলে ব্যাপারটা ভাবার দরকার। রাজাকার তালিকায় সর্বজন বিদীত মুক্তিযোদ্ধাদের নাম, একাত্তরের শহীদদের তালিকায় আলতাফ মাহমুদের নাম না আসার পর এ ধরনের লেখার জন্য কাউকে স্বাধীনতা পুরস্কার দেওয়া এসবই হচ্ছে সুপরিকল্পিত ভাবে একাত্তরের অর্জন, একাত্তরের ইতিহাস হেয় করে তোলা। এটা মোটেও ভালো আলামত নয়।
মস্কো, ২৩ ফেব্রুয়ারি ২০২০
No comments:
Post a Comment