ভাষার মাস ফেব্রুয়ারি। সবাই লিখছে আর লিখছে। উপন্যাস, প্রবন্ধ, গল্প, ছোট গল্প, কবিতা - কত কি? ভাবলাম আমারও কিছু একটা লেখা দরকার। রসদ পেয়ে গেলাম ফেসবুকে এক বন্ধুর স্ট্যাটাসে। আমি অবশ্য আমার লেখার সব রসদই এভাবেই পাই, পরে কথাগুলোকে লটারির চরকায় ঘুরিয়ে একটু এদিক সেদিক করে বাজারে বিক্রি করি (আপাতত বিনে পয়সায়)। শুনেছি রাশিয়ার অনেক নামকরা হিউমারিস্টরা এভাবে অনেক হিউমার লেখেন। ও হ্যাঁ, আপনারা যাতে পড়তে পড়তে বিরক্ত না হন, তাই গল্পটা হবে খুবই ছোট, এতই ছোট যে ওর শরীরের চেয়ে মাথাটাই বড় হবে অনেকটা ভিন গ্রহের মানুষের মত। শুরু করা যাক
***********************************
পরিচয় বিনিময়
দে!
ধর!
**********************************
দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২০
No comments:
Post a Comment