Saturday, February 1, 2020

মায়া

বাবা প্রতিদিন সকালে মালা জপতে জপতে প্রাতঃভ্রমণ শেষে ঘরে ফিরে গীতা বা চণ্ডী পাঠ করতেন। আমিও কখনও কখনও চণ্ডী পড়তাম সৃষ্টিরহস্য জানতে। রাজা সুমন্ত আর বৈশ্য সমাধিকে মেধা মুনি বলতেন "এই বাড়ি-ঘর, ধন- দৌলত, রাজ্য, আত্মীয়-স্বজন এ সবই মায়া, মহামায়া। এই মায়া থেকে মুক্তি পাওয়াই মানুষের উদ্দেশ্য।" তখন অবশ্য ভোট, সংবিধান এসব কিছু ছিল না। এখন বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই আরও যোগ করতেন "সংবিধান, ভোট, গণতন্ত্র - এসবই মায়া, মহামায়া।"
দেশ, সংবিধান, রাজনীতি এসব যে মায়া দেশের মানুষ বহু আগেই বুঝেছিল। ভোটের উপর তবুও আস্থা ছিল। বিগত দিনগুলোতে সেই আস্থাও কর্পূরের মত উবে গেছে। মায়াবী বাংলাদেশ এখন মায়ায় পরিণত হয়েছে, হচ্ছে। হ্যাঁ, ঠিক বুঝেছেন, দেশও এখন আরবের মরুভুমি। আর এখানে সেখানে যে সবুজের ছাপ সেটা মরীচিকা, মায়া। এরপরে মোক্ষ লাভ না করে আর উপায় আছে?

দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২০   

No comments:

Post a Comment