Saturday, February 22, 2020

একুশের ব্যানার

ফেসবুকের কল্যাণে এবার একুশের বেশ কিছু ব্যানার দেখার দুর্ভাগ্য হোল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ব্যানারে ছিল একাত্তরের বীর শ্রেষ্ঠদের ছবি। আওয়ামী লীগের এক জেলার ব্যানারে সহস্র মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত শহীদ দিবসের কাহিনি। একুশকে ঘিরে এত উৎসাহ উদ্দীপনার মাঝে এসব ব্যানার প্রমাণ করে বাহ্যিক চাকচিক্যের আধিক্যে চেতনা কিভাবে অন্তসার শুন্য হয়ে যাচ্ছে। একদিকে ইতিহাস অস্বীকার আরেক দিকে ইতিহাস বিকৃতি - এই দুয়ে মিলে আসল ইতিহাসকে শাঁখের করাতের মত কেটেই যাচ্ছে, কেটেই যাচ্ছে। ইতিহাস বিকৃতি এখন সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে। এসব করে হয়তো সাময়িক ভাবে ফায়দা লুটা যায় কিন্তু মিথ্যা ভিত্তির উপর গড়ে তোলা রাজপ্রাসাদ কত দিন মাথা তুলে দাঁড়িয়ে থাকে সেটাই প্রশ্ন।

মস্কো, ২২ ফেব্রুয়ারি ২০২০


No comments:

Post a Comment