Thursday, February 13, 2020

এক ছিল টুনা আর এক ছিল টুনি

আম আন, জাম আন, তবে তো পিঠা তৈরি করিব।
আম আসিল, জাম আসিল। টুনি আম, জাম খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইতে লাগিল। পিঠা আর তৈরি হইল না।
টুনার আর দুঃখের সীমা নাই। টুনার দুঃখ দেখিয়া টুনি তাহার পিঠে হাত বুলাইয়া বলিল,
রাজা বাদশাহরা আজকাল মানুষের মাথায় হাত বুলাইয়া ভোট লইয়া কোটি কোটি টাকা গায়েব করিয়া দিব্যি হাসিয়া খেলিয়া ঘুরিয়া বেড়ায়। এই জন্য একটা মানুষও মনের দুঃখে বনে যায় না। তুমি আর কতদিন টুনা হইয়া বসিয়া থাকিবে, তোমাকে আর কতবার ঠকাইলে তুমি মানুষ হইবে?

দুবনা, ১৩ ফেব্রুয়ারি ২০২০
 
 
 

No comments:

Post a Comment