Tuesday, February 4, 2020

প্রশ্ন

বাউলদের উপর আক্রমণ আসলে বাউল গান, লালন গীতি, লোক গীতি ইত্যাদি যা যুগ যুগ ধরে এদেশের, বিশেষ করে গ্রাম বাংলার সাধারণ মানুষের হৃদয়ে লালিত হয়ে আসছে, সেই সব গানের উপর, এদেশের মানুষের বাঙ্গালীয়ানার উপর আক্রমণ। এদেশের মানুষকে ছিন্নমূল করার চক্রান্ত। হাজার বছরের সংস্কৃতি যেখানে মৌলবাদের আস্ফালনে পায়ের নীচে মাটি খুঁজে পাচ্ছে না, এই বাংলা, বাঙ্গালী আর বাঙ্গালীয়ানার উপর ভিত্তি করে গড়ে ওঠা বঙ্গবন্ধু, একাত্তরের চেতনা - এসব মাটি খুঁজে পাবে তো?

দুবনা, ০৪ ফেব্রুয়ারি ২০২০

No comments:

Post a Comment