Wednesday, February 19, 2020

পণ্যের পর্ণগ্রাফি

আমার বাবা গত শতকের বিশের দশকে কলকাতায় প্রথমে বঙ্গবাসী কলেজে ও পরে নীলরতন মেডিক্যাল কলেজে পড়তেন। বাবার মুখে গল্প শুনেছি তাঁদের বিনে পয়সায় চা খাওয়ান হত পরে যা পয়সা দিয়ে বিক্রি শুরু হয়।

সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর পর মস্কো মেট্রোর পাশে "হেড অ্যান্ড সোল্ডার" শ্যাম্পু সহ বিভিন্ন বিদেশী শ্যাম্পু, পারফিউম ইত্যাদি বিনে পয়সার বিলানো হত যা কিনা পরে মানুষ অনেক দাম দিয়ে কিনতে শুরু করে।

এখন ফেসবুকের বাংলাদেশ ডোমেনে অনেককেই দেখি বিনে পয়সায় দোয়া, আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি লেনদেন করতে। সেদিন খুব বেশি দূরে নেই যখন এসবও বেচাকেনা হবে, মানে এসবও পণ্যে পরিণত হবে।

দুবনা, ১৯ ফেব্রুয়ারি ২০২০


No comments:

Post a Comment