Monday, February 17, 2020

রানী যত বলে

বিভিন্ন প্রতিষ্ঠানে নামাজ বাধ্যতামূলক করার সংবাদে দুটো জিনিস মনে পড়ল

১) কলে কারখানাতে
আর লাইনে অফিসেতে
আমরা নামাজ পড়ি
দুর্নীতি করি
টাকা পাঠাই বিদেশেতে

২) রাশানে একটা প্রবাদ আছে, "Заставь дурака Богу молиться, он и лоб расшибёт" মানে "বোকাকে প্রার্থনা করতে বাধ্য করলে সে কপাল ভেঙ্গে ফেলবে"

আমাদের কিছু কিছু মন্ত্রীর সেই অবস্থা। অতি উৎসাহে তারা ভুলে গেছেন, দেশটা কোরআন, বাইবেল, গীতায় চলে না, চলে সংবিধানের অক্ষর পালন করে। এর বাইরে যে কোন কিছুই সংবিধান বিরোধী। সেটা মন্ত্রীর জন্য ব্লাস্ফেমির নামান্তর।

মাঝে মধ্যে দেশের বর্তমান উন্নতিতে, বিশেষ করে গড় আয় ও আয়ু বৃদ্ধি, নারী শিক্ষা, লিঙ্গ সমতা ইত্যাদিতে সত্যি গর্ব বোধ করি, কিন্তু দুধের মধ্যে একফোঁটা চুনা (গো মুত্র, মনে হয় বিজেপির পান্ডারা সাপ্লাই দেয়) ফেলার মত আপনাদের বক্তব্য সমস্ত আনন্দই মাটি করে দেয়।

আচ্ছা, এই যে সবাইকে নামাজ পড়ানোর জন্য এত তোড়জোড়, সেটা না করে নিজেদের অফিসগুলোতে ঘুষ, দুর্নীতি এসব বন্ধ করুন, তাতে দেশ ও জাতিও উপকৃত হবে, আপনাদেরও রাতের অন্ধকারে ভোট ভোট খেলতে হবে না। শিক্ষা, সংস্কৃতি সব কিছুরই তো বারোটা বাজালেন, এখন নামাজের বারোটা (আমাদের দেশের সাধারণ মানুষ এমনিতেই নামাজ পড়ে, জোর করতে হয় না) না বাজালেই কি নয়?

দুবনা, ১৭ ফেব্রুয়ারি ২০২০

No comments:

Post a Comment