মৌলবাদী শক্তি সমাজের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে হিন্দু, কাদিয়ানী, নাস্তিক ইত্যাদির অধিকার খর্ব করার জন্য সরকারের উপর অনবরত চাপ সৃষ্টি করেই চলছে। দিন দিন সে চাপ শুধু বাড়ছে তো বাড়ছেই। ভোটের মূলার পেছনে ঊর্ধ্ব শ্বাসে দৌড়ে ক্লান্ত (ভোট নেই তবে ভোট নামের মূলা আছে এটা বর্তমান সময়ের সবচেয়ে মর্মান্তিক জোক) সরকার তাদের দাবির কাছে নতি স্বীকার করতে করতে কুঁজো হয়ে যাচ্ছে দিন দিন। পাছে অবস্থা আরও খারাপ হয় সেই জুজুর (ধরে নিন বিএনপি, জামাত) ভয় দেখিয়ে বুদ্ধিজীবী সমাজ সরকারের গুণ গানে আসর জমাচ্ছে। এভাবেই ক্ষমতার হালুয়া রুটির ভাগ নিয়ে চেয়ার খেলছে মৌলবাদ, একাত্তরের চেতনায় উদ্দীপ্ত সরকার আর প্রগতিশীল বুদ্ধিজীবী সমাজ। অন্যায় হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। এসব অন্যায়, অবিচার আর এক চোখা আইনের যাঁতাকলে চক্রবৃদ্ধির হারে সুদ দিতে দিতে নাভিশ্বাস উঠছে কাঁঠাল জনতার।
দুবনা, ২০ ফেব্রুয়ারি ২০২০
No comments:
Post a Comment